আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় বীমা খাতে আর্থিক দূর্নীতি কমেছে
- আপডেট সময় : ০১:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় বীমা খাতে আর্থিক দূর্নীতি কমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খাতে দুর্নীতির কারণে সত্যিকার ক্ষতিগ্রস্তরা যাতে বঞ্চিত না হয় এ বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন হবার আহবান জানান তিনি। করোনার পরেও বীমা নিয়ে মানুষ সচেতন নয় উল্লেখ করে স্বাস্থ্যবীমার পরিধি বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস -২০২১। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সারাদেশে ৫০ হাজার শিক্ষার্থী পাচ্ছে বঙ্গবন্ধু শিক্ষা বীমা সুবিধা। প্রধানমন্ত্রীর পক্ষে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বঙ্গবন্ধু সুরক্ষা বীমা ও বঙ্গবন্ধু শিক্ষা বীমা সুবিধাভোগীদের হাতে তুলে দেন।
বক্তব্যে বীমাখাতে বঙ্গবন্ধুর পেশাজীবনের স্মৃতিচারণ ও অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহায়ক শক্তি হিসেবে বীমার পরিধি বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। বীমাখাতে দুর্নীতি প্রতিরোধে সতর্ক থাকার আহবান জানান সরকার প্রধান। টিকা নিয়েও স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলার আহবান জানান বঙ্গবন্ধু কন্যা। বলেন, উন্নয়নশীল দেশের অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে দেশ এগিয়ে যাবে।