অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবার গৌরব অর্জন করেছে
- আপডেট সময় : ০১:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবার গৌরব অর্জন করেছে। এই সম্মান টেকসই করতে সবাইকে নিজ নিজ কর্তব্য আন্তরিকতার সাথে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কেন্দ্রে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার বক্তব্য বলেন, বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধুর দেখানো পথে কাজ করছে তার সরকার। প্রধানমন্ত্রী বলেন, সীমিত সম্পদ নিয়েই উন্নত দেশ নির্মানের যাত্রায় সামিল হবে বাংলাদেশ। শত ষড়যন্ত্র মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে বলেও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।