নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করছেন নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করছেন নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার, মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভোটার দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। সিইসি বলেন, নিজের স্বার্থ উদ্ধার করতেই কমিশনকে হেয় করছেন মাহাবুব তালুকদার। তিনি কমিশনের জন্য এখন পর্যন্ত কোন কাজ করেননি। সিইসি আরো বলেন, ইভিএমে ৮৫ শতাংশ ভোট কাস্ট হলেও তা দেখছেন না নির্বাচন কমিশনার মাহাবুব। এসময় নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা অপরিহার্য। সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভোটার তালিকা প্রণয়নের আহ্বান জানান তিনি। এদিকে, তথ্যের মাধ্যমে কমিশনকে রেফারির ভূমিকা পালনে সহযেগিতার আহ্বান জানান নির্বাচন কমিশনার কবিতা খানম।