করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ভারতের একটি ফ্লাইট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ফেরার পথে বিমানটি করাচিতে জরুরি অবতরণ করে। মাঝ আকাশে বিমানের এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে অবতরণের জন্য ওই বিমানের পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। ভোর সাড়ে ৫টার দিকে বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মেডিকেল ইমার্জেন্সির কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করলেও দুর্ভাগ্যজনকভাবে ওই যাত্রীকে বাঁচানো যায়নি।