কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ৬ মাসের জামিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশো রকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
কিশোরের জামিন আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। গত বছরের মে মাসে লেখক মুশতাক আহমেদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নানকে গ্রেপ্তার করে রেব। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তারা মোট ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে রেব। সে মামলায় গ্রেফতার হয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী থাকা লেখক মুশতাক আহমেদ গত বৃহস্পতিবার রাতে মারা যান।