জনগণের টাকা যেন তাদের কল্যাণেই ব্যয় হয়ঃ প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
জনগণের টাকা যেন তাদের কল্যাণেই ব্যয় হয় সেদিকে দৃষ্টি রেখে গবেষণা ও প্রশিক্ষণে মনযোগী হবার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্প ব্যয়ে যেন অধিক উতপাদন করা যায় সেদিকেও লক্ষ্য রাখার পরামর্শ দেন তিনি। সকালে, নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, বঙ্গবন্ধু ফেলোশিপ এবং এনএসটি ফেলোশিপের চেক প্রদান অনুষ্ঠানে, এসব কথা বলেন তিনি। এসময়, জ্ঞান-বিজ্ঞানচর্চা ও অনুশীলনের মাধ্যমে বিজ্ঞান মনস্ক সমাজ গড়তে, সবাইকে তাগিদ দেন, প্রধানমন্ত্রী।
জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরির লক্ষ্যে, ২০১০ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে, বঙ্গবন্ধু ফেলোশিপ দিয়ে আসছে, সরকার। ফেলোশিপের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়ন কাজে উৎসাহ দিতে, বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে প্রদান করা হয় বিশেষ অনুদান। এবার তিন হাজার চার’শ দুই জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ ও ন্যাশনাল সায়েন্স টেকনোলজি চেক এবং আট জনকে গবেষণা অনুদানের চেক প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপর প্রান্তে ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃতিদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে ফেলোশিপ সনদ ও চেক তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দক্ষ ও আন্তর্জাতিক মানের মানবসম্পদ গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা ও গবেষণার উপর জোর দেয়ার তাগিদ দেন।
৭৫ পরবর্তী সরকারগুলো দেশের ভবিষ্যত ধংস করতে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও মাদকের সংস্কৃতি চালু করেছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, সীমিত সম্পদ যথাযথ ব্যবহারের মাধ্যমে, মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে সরকার। দক্ষিণাঞ্চলে আরেকটি পরমানু গবেষণা কেন্দ্র এবং প্রতিটি বিভাগে একটি করে নভোথিয়েটার করার কথা জানান সরকার প্রধান।
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতার জন্য গবেষকদের বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।