বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত এইচ টি ইমাম
- আপডেট সময় : ০৭:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনশেষে ঢাকার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হলো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে। বুধবার দিবাগত রাত সোয়া ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। তার ইন্তেকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনশেষে সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এইচ টি ইমামের প্রথম নামাজে জানাজা। এতে অংশ নেন সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টার প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মঞ্চ স্থাপন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
দুপুরে তার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁদের সামরিক সচিবগণ। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের সহযোগী সংগঠনগুলো। এছাড়া শ্রদ্ধা নিবেদন করতে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় গণতন্ত্র রক্ষা ও রাষ্ট্র পরিচালনায় এইচ টি ইমামের ভুমিকার কথা উল্লেখ করে রাজনৈতিক সহকর্মীরা বলেন, তার মৃত্যু দেশ ও দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।এছাড়া বর্ণাঢ্যময় কর্মজীবন ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে তাঁর রাজনৈতিক দক্ষতার কথাও তুলে ধরেন অনেকে।
পিতার স্মৃতিচারণ করে তাঁর রূহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চান সংসদ সদস্য তানভীর ইমাম।বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদে দ্বিতীয় জানাজার পর মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনারের পর শেষ শয্যায় শায়িত করা হয় বরেণ্য রাজনীতিবিদ- মুক্তিযোদ্ধা এইচ টি ইমামকে।