বেসিক ব্যাংক ঋণ জালিয়াতির ৫৬টি মামলার তদন্ত শেষ না হওয়ায় হাইকোর্টের ক্ষোভ
- আপডেট সময় : ০৭:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
৫ বছর পেরিয়ে গেলেও আলোচিত বেসিক ব্যাংক ঋণ জালিয়াতির ঘটনায় দায়ের করা ৫৬টি মামলার তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই ক্ষোভ প্রকাশ করেন। এসময় দুদক আইনজীবী খুরশীদ আলম খান জানান, তদন্ত চলমান রয়েছে এবং অচিরেই আলোচিত এই মামলাগুলোর অভিযোগপত্র দেয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ রাঘব বোয়ালদের নাম আসতে পারে বলেও ইঙ্গিত দেন দুদক আইনজীবী। এদিন আড়াই মাসের মধ্যে ২১টি মামলার অভিযোগপত্র দেয়ার নির্দেশও দেয় আদালত।
শেখ আব্দুল হাই বাচ্চু চেয়ারম্যান থাকাকালেই বেসিক ব্যাংকের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা লোপাট হয়। এর মাঝে কয়েক দফা বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। কিন্তু ৫ বছরের বেশী সময় পেরিয়ে গেলেও ঋণ জালিয়াতির ৫৬টি মামলায় বাচ্চু-সংশ্লিষ্টতা পায়নি দুদক।
বৃহস্পতিবার বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ২১টি মামলায় এক আসামীর জামিন শুনানিতে আবারো উঠে আসে আব্দুল হাই বাচ্চুর নাম।শুনানি শেষে ২১টি মামলার তদন্ত শেষে সময় বেঁধে দেয় উচ্চ আদালত।নির্ধারিত সময়ের মধ্যে ২১টি মামলায় দুদকের তদন্ত শেষ না হলে আসামী ইকবাল হোসেন ভূইয়ার জামিন মঞ্জুরের বিষয়টি বিবেচনা করতে বিচারিক আদালতকে নির্দেশও দেয় হাইকোর্ট।