রুপান্তরিত করোনা ভাইরাসটি আগের চেয়ে ৫০ গুন বেশি ছোঁয়াচে এবং শক্তিশালী
- আপডেট সময় : ০৭:৩৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ইউরোপের দেশ গ্রীসে মহামারীর তৃতীয় ঢেউয়ে করোনা ভাইরাসের গঠন ও রুপও পরিবর্তন ঘটেছে এবং বর্তমানে রুপান্তরিত করোনা ভাইরাসটি মূল ভাইরাসটির চেয়ে ৫০ গুন বেশি ছোঁয়াচে এবং শক্তিশালী।
ইতিমধ্যে’ই গ্রীসে রুপান্তরিত ভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগ জনক হারে বেড়ে গেছে। যার ধারাবাহিকতায় তৃতীয় দফায় লকডাউন বাড়িয়ে আগামী ১৬ই মার্চ পর্যন্ত করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনাও দিয়েছে প্রশাসন। একে অপরের থেকে দুরত্ব বজায় রাখা এবং সর্বত্র মাস্ক ব্যবহার নিশ্চিত করা হয়েছে। লকডাউন চলাকালীন প্রশাসনের কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা বাড়ানো হয়েছে। খুচরা সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সাথে শিক্ষা প্রতিষ্ঠান গুলো দূরবর্তী অবস্থান থেকে পরিচালিত হচ্ছে। এসএমএস’র মাধ্যমে একান্ত জরুরি কাজ নিয়ে বের হতে হচ্ছে পাশাপাশি নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিজ-নিজ পরিচয়পত্র প্রদর্শনের ক্ষেত্রেও কঠোর নির্দেশনা দিয়েছে প্রশাসন।