বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত প্রমান হলে জিয়ার খেতাব বাতিল হতে পারে
- আপডেট সময় : ০৭:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব এখনো বাতিল করা হয়নি। তবে বঙ্গবন্ধুর হত্যার বিচার হলেও এই খুনের সাথে নতুন তদন্তে প্রমান মিললে তার খেতাব বাতিল হতে পারে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর খুনী তাদের মুক্তিযুদ্ধের থেতাব বহন করার অধিকার নেই। শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ঐতিহাসিক ৭ই মার্চ থেকে ১৯ মার্চ ১৯৭১ এবং গণমাধ্যমের ভুমিকা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে উনিশে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ।এতে অংশ নেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ অনেকেই।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন,৭১ এ পাকিস্তানিরা বুঝেছিল বাঙালির কাছে অস্ত্র থাকা নিরাপদ নয়। তাই ১৯ মার্চ তারা বাঙালিদের নিরস্ত্র করতে গাজীপুর থেকে প্রথম অস্ত্র প্রত্যাহার করাতে চান । তখনই রক্ত দিয়ে পাকিস্তানি সৈন্যদের প্রতিহত করে গাজীপুরের সাধারণ মানুষ। তাই দিনটিকে সশস্ত্র প্রতিরোধ দিবস হিসেবে পালনের দাবি জানান তিনি ।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িত তাদের মুক্তিযুদ্ধের থেতাব বহন করার অধিকার নেই। তবে এখই জিয়ার খেতব বাতিল করা হয় নি।জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িত কিনা তা তদন্তে, কমিটি করা হয়েছে। প্রমান পেলে তা জাতির সামনে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।