সাবেক পিপি হাবিবুর রহমান ও তার ভাই হত্যা মামলার রায়ের অপেক্ষায় শরীয়তপুরবাসী
- আপডেট সময় : ০৭:৫৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
শরীয়তপুর জজ কোর্টের সাবেক পিপি হাবিবুর রহমান ও তার ভাই মনির হোসেন হত্যা মামলার রায়ের অপেক্ষায় তার পরিবার এবং শরীয়তপুরবাসী। আলোচিত এ নৃশংস হত্যাকান্ডের মামলার রায়ে কি সাজা হতে পারে তা নিয়ে চলছে নানা আলোচনা। সাবেক এমপি হেমায়েত উল্লাহ আওরঙ্গসহ ৩ আসামীর মৃত্যু এবং ৫ আসামী বিদেশে পালিয়ে গেলেও বাকী আসামীদের এ মামলায় সর্বোচ্চ সাজা হবে বলে আশাবাদী পরিবারের সদস্যরা।
দীর্ঘ ২০ বছর ধরে আলোচিত শরীয়তপুর জেলা জজ কোর্টের সাবেক পিপি হাবিবুর রহমান ও তার ভাই মনির হোসেন হত্যা মামলায় বিচারের অপেক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তাদের পরিবার। তারা আশা করছেন, রায় তাদের পক্ষে যাবে। সবোর্চ্চ সাজা হবে আসামীদের।
সরকার পক্ষের আইনজীবির দাবী নির্মম এ হত্যা কান্ডের ন্যায় বিচার পাবেন তারা। অপর দিকে আসামী পক্ষের আইনজীবি দাবী করেন, এ হত্যাকান্ড যারা ঘটিয়েছে তাদের পাশ কাটিয়ে অন্যদের আসামী করা হয়েছে।
২০০১ সালের ৫ অক্টোবর শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কর্মীসভা চলাকালিন স্বতন্ত এমপি কে এম হেমায়েত উল্লা আওরঙ্গর সমর্থক যুবলীগ নেতা সরোয়ার হোসেন বাবুল তালুকদারের লোকজন পালং উত্তর বাজারের জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও তৎকালীন শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি পিপি এ্যাডভোকেট হাবিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে হাবিবুর রহমান ও তার ভাই মনির হোসেন মুন্সিকে গুলি করে হত্যা করে। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে হেমায়েত উল্লাহ আওরঙ্গ সহ ৫৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী ও ২৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ৯ মার্চ এ মামলার রায়ের দিন ধার্য করেছে আদালত।