উচ্চ আদালতের নির্দেশের পরেও শুরু হয়নি এমসি কলেজ গণধর্ষণ মামলার শুনানি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
উচ্চ আদালতের নির্দেশের পরেও শুরু হয়নি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণের ২ মামলার শুনানি। হাইকোর্ট থেকে এই দুই মামলার বিচারকাজ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একসঙ্গে চালানোর আদেশ রয়েছে।
সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকল আসামিদের আদালতে হাজির করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী প্যানেলের প্রধান শহীদুজ্জামান চৌধুরী। তিনি জানান, মহানগর দায়রা জজ আদালতে দণ্ডবিধি ২৫০ নম্বর মামলাটির শুনানির তারিখ ছিল গত ১০ ফেব্রুয়ারি। তখন হাইকোর্টের দেয়া আদেশের বিষয়টি আদালতকে অবগত করলে আদালত মামলার কার্যক্রম স্থগিত রাখেন।