বাংলাদেশের জনগণকে করোনা প্রতিষেধক দেয়ার অঙ্গীকার বাস্তবায়ন করছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের জনগণকে করোনা প্রতিষেধক দেয়ার অঙ্গীকার বাস্তবায়ন করছে সরকার। ধারাবাহিকভাবে সবাইকে এই টিকার আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে সচিবালয়ে সম্মেলন কক্ষে বৈঠকে বসেন মন্ত্রিপরিষদ সদস্যরা। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সাথে জনগণকে বিনামূল্যে করোনার প্রতিষেধক দেওয়ার প্রক্রিয়া ও অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন। এসময় সরকার প্রধান বলেন, টিকা দেয়া নিয়ে কোন ধরণের ছলচাতুরী বরদাস্ত করা হবে না।