সুযোগ ও সক্ষমতার সমন্বয়ে নারীদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা নিশ্চিত করা সম্ভব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সুযোগ ও সক্ষমতার সমন্বয়ে নারীদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা নিশ্চিত করা সম্ভব।
সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ‘পাঁচ দশকে বিভিন্ন পেশায় নারীর অগ্রগতি, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। নারীরা নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতা দিয়ে প্রতিটি ক্ষেত্রে ও বিভিন্ন পেশায় সফলতার স্বাক্ষর রাখছে উল্লেখ করে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গণমাধ্যমেও নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দৃশ্যমান। এ সময় নারীদের এগিয়ে নিতে বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি নারীদের তথ্য-প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সরাসরি সম্পৃক্ত করার প্রতিও গুরুত্বারোপ করেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।