মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরায় সরকারের গাত্রদাহ শুরু হয়েছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৯:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরায় সরকারের গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি ভাষনে দেশ স্বাধীন হয়নি দাবি করে, এর পেছনে লাখোজনের অবদান রয়েছে বলে মন্তব্য তার। আর দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা হলে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন করা হয় কেন? বিকেলে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি একথা বলেন তারা।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ১৯৭১ সালের এদিনের মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করে বিএনপি নেতারা। তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে তার মতো নেতার অবদান অপরিসীম।
আপস…..
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার ঘোষণার ব্যাখ্যা দেন। ৫০ বছর পরে সরকার ইতিহাস বিকৃতি করায় দুংখ প্রকাশ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একজনের বক্তব্যে দেশ স্বাধীনতা অর্জিত হয়েছে, তা মানতে নারাজ বিএনপি মহাসচিব। তার জন্য অসংখ্য ছাত্র জনতার অবদার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
৭ মার্চ পালন ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরায় সরকারের গাত্রদাহ শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ২৬ ও ২৭ মার্চ জিয়াউর রহমান চট্টগ্রামে গণহত্যা চালিয়েছে, সরকার প্রধানের এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি।
মেগা প্রজেক্টের নামে সরকার দুর্নীতি করছে দাবি করে ৭১ এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কথা বলেন মির্জা ফখরুল।