জনগণকে আওয়ামী লীগ-বিএনপির হাত থেকে বাঁচাতে জিএম কাদেরের আহবান
- আপডেট সময় : ০৮:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশ ও দেশের মানুষকে আওয়ামী লীগ এবং বিএনপির হাত থেকে বাঁচাতে হবে। দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, ৯১ সালের পর থেকে যারাই ক্ষমতায় এসেছে সংবিধান সংশোধন করে সংসদীয় গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা এবং পার্টির ভাইস চেয়ারম্যানদের সাথে বুধবার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জি এম কাদের।
শুরুতেই দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দুর্নীতি ও দুঃশাসনের যে অপরাজনীতি বিএনপি শুরু করেছিলো, তা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
সভাপতির বক্তৃতায় নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের সমালোচনা করে জি এম কাদের বলেন, দেশের মানুষ এমন ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি চায়।
এসময় আওয়ামী লীগ ও বিএনপি কোন দলই জাতীয় পার্টিকে ছাড় দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
সভায় কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।