সরকার চিকিৎসা সেবা মানুষের দোড়গড়ায় নিয়ে গেছে: প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সরকার চিকিৎসা সেবা মানুষের দোড়গড়ায় নিয়ে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগনের মৌলিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে সরকার তার অংগীকার বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
৫টি বিভাগের আওতাধীন ২০টি জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টার’- এর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে মুল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিল বিভিন্ন জেলা প্রশাসন। এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত জোট সরকার জনগনের মৌলিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দিয়েছিল।