বাংলাদেশকে বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না : জিএম কাদের
- আপডেট সময় : ০৮:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সুশাসনের অভাব আর স্বৈরতন্ত্রের কারণে বাংলাদেশকে বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না। নোয়াখালীর বসুরহাটের মতো সারাদেশেই চলছে অরাজকতা। ক্ষমতার ভারসাম্যহীনতার কারণেই দেশে দুর্নীতি ও দুঃশাসনের জন্ম হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাই দেশে নির্ভেজাল গণতন্ত্র জরুরী হয়ে পড়েছে। দুপুরে বনানী কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সড়ক ও জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এনায়েতুর রহমানের নেতৃত্বে ফেনী জেলার বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশত নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এই অনুষ্ঠান।
এতে আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, আওয়ামী লীগ ও বিএনপির তুলনায় জাতীয় পার্টির শাসনামলে দেশের মানুষ বেশি সুশাসন ভোগ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, ১৯৯১ সালে হুসেইন মুহম্মাদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের পর থেকেই দেশে সংসদীয় গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মূল্যায়ন তুলে ধরে তিনি আরো বলেন, ‘৯১ সালের পর থেকেই দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাচ্ছেন না। তাই স্বাধীনতার সুফল দেশের মানুষের মাঝে পৌঁছে দিতে নতুন করে সংগ্রাম শুরু করেছে জাতীয় পার্টি।
বর্তমানে টেন্ডারবাজী, দলবাজী, দুর্নীতি, দুঃশাসন, বৈষম্য আর নির্যাতনে স্বাধীনতার প্রকৃত চেতনাকে ভুলণ্ঠিত হচ্ছে বলেও মন্তব্য করেন জিএম কাদের।