চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় কোম্পানীগঞ্জের বসুরহাটের বাসিন্দারা
- আপডেট সময় : ০৫:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় কোম্পানীগঞ্জের বসুরহাটের বাসিন্দারা। মেয়র মির্জা কাদেরের প্রতিপক্ষ- বাদলকে জেল হাজতে পাঠালেও, এ পর্যন্ত আলাউদ্দিন হত্যা মামলা নেয়নি পুলিশ।
বৃহস্পতিবার নোয়াখালী জেলার মাইজদী থেকে আওয়ামী লীগ নেতা- চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে আটকের পর পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি জাহেদুল হক রনি জানান, শুক্রবার বাদলকে নোয়াখালীর আমলী আদালতে হাজির করা হলে বিচারক শোয়াইব উদ্দিন খান- তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার গুলিতে নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন- কাদের মির্জাকে প্রধান আসামি করে লিখিত অভিযোগ নিয়ে থানায় যান। কিন্তু আবেদনে ত্রুটি থাকার কথা বলে পুলিশ এজাহার গ্রহণ করেনি। এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি- মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলার ঘটনায় মামলা করেছেন তার স্ত্রী আরজুমান পারভীন। বসুরহাটের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয়েছে তিন শতাধিক পুলিশ ও রেব। এছাড়াও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।