জামালপুরে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
জামালপুরে অস্বচ্ছল ২৮ ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
দুপুরে জামালপুর সদর আসনের সংসদ সদস্যের নিজ বাসভবনে এসব চেক তুলে দেন মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাফ্ফর হোসেন এমপি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খালেদুজ্জামান প্রদীপসহ অন্যরা। প্রধানমন্ত্রীর কাছে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিরা আবেদন জানালে ত্রাণ তহবিল থেকে তাদের এই সহায়তার চেক বিতরণ করা হয়।