নওগাঁয় মাদক মামলায় একজনের যাবজ্জীবন ও আরো একজনের ১৫ বছরের কারাদন্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নওগাঁয় মাদক মামলায় একজনের যাবজ্জীবন ও আরো একজনের ১৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
দুপুরে নওগাঁর প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মেহেদী হাসান তালুকদার এই রায় দেন। ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি নওগাঁর নিয়ামতপুর থানার ভাবিচা গ্রামে ওই দুই যুবককে ১শ’ গ্রাম হেরোইন ও দেড়শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়। ওইদিনই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
এদিকে, জামালপুরে বৃদ্ধ পিতাকে হত্যার দায়ে পুত্র সবুজ মিয়াকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জুলফিকার আলী খান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। একই দিন অপর এক শিশু ধর্ষণ মামলার রায়ে এক যুবককে যাবজ্জীন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।