দেওয়ানগঞ্জে হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৮:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জে হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। করোনাকালে দীর্ঘ সময় বিনোদনের তেমন কোন ব্যবস্থা না থাকায় এবার ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিপুল দর্শকের সমাগম ঘটে। এই ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতি বছরের মতো অব্যাহত রাখার দাবী স্থানীয় দর্শকদের।
জামালপুরের দেওয়ানগঞ্জে আয়োজন করা হয় ঘোড়া দৌড় প্রতিযোগীতার। করোনায় কিছুটা বিনোদনের জন্য পরিবার পরিজন নিয়ে সকলে ছুটে আসেন দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নের পশ্চিম ফারাজী পাড়া এলাকায়। যুব সংঘের উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলায় ৭টি রাউন্ডে ৫০টি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রী রূপসী আক্তার বাঘা বাঘা ঘোড়া সোয়ারীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় হয়েছেন বাহাদুরাবাদ কলাকান্দার সহিজল আকন্দ। তৃতীয় স্থান অধিকার করে রৌমারির সেলিম মিয়া। গ্রাম বাংলার এসব খেলা আয়োজনে বেসরকারীর পাশাপাশি সরকারীভাবে পৃষ্ঠপোষকতার দাবী স্থানীয়দের।
গ্রামের মানুষের বিনোদন দিতেই এই আয়োজনে, জানালেন দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান।
সব কিছু মিলে গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে সরকারের প্রতি আহ্বান স্থানীয়দের।