খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ালো সরকার
- আপডেট সময় : ০৯:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। তবে এ সময়কালে তিনি বিদেশে যেতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে বিদেশী ডাক্তার এসে তাঁর চিকিৎসা দিতে পারবেন কিনা- সে বিষয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে বলে জানান তিনি। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব জানান মন্ত্রী।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছরের কারাদণ্ড প্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন। খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার এ সাজা স্থগিতের জন্য আবেদন করায় ২৫ মাস কারাভোগের পর খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে গত বছরের ২৫ মার্চ ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করে সরকার। এরপর দ্বিতীয় দফায় ফের ছয় মাস সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। সে মেয়াদ আগামী ২৫ মার্চ শেষ হচ্ছে। তবে দণ্ডাদেশ পুরোপুরি মওকুফ কিংবা তাকে সাময়িকভাবে বিদেশে চিকিৎসার আর্জির বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি।
সোমবার নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আরো ৬ মাস সাজা স্থগিতের সিদ্ধান্তের কথা জানান।
খালেদা জিয়ার বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় তাকে বিদেশে যাবার অনুমতি দেয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।
বিদেশ থেকে কোনো চিকিৎসক আনা সম্ভব কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আগে দেশের চিকিৎসকদের পরামর্শ লাগবে।