দেশে গণতন্ত্র ধ্বংস করে অনির্বাচিত আওয়ামী সরকার রাজতন্ত্র কায়েম করেছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৫:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দেশে গণতন্ত্র ধ্বংস করে অনির্বাচিত আওয়ামী সরকার রাজতন্ত্র কায়েম করেছে। মানিকগঞ্জের ঘিওরে বিএনপি’র সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ারের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এ অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে একনায়ক সরকার গণমাধ্যম ও জনতার কন্ঠরোধ করছে বলেও মন্তব্য করেন তিনি।
দুপুরে মানিকগঞ্জের ঘিওরে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে মির্জা ফখরুল আরো বলেন, আজকে যারা সরকারে আছে, তারা নির্বাচিত সরকার নয়। তারা অবৈধভাবে নিজেদের নির্বাচিত ঘোষণা করে, নির্বাচনের আগের রাতে ভোট কেটে ক্ষমতা দখল করেছেন। আর ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা বিরোধীদের উপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। জিয়াউর রহমানের খেতাব প্রসঙ্গে ফখরুল বলেন, খেতাব বাতিল করার ক্ষমতা জামুকা কিংবা সরকারের নেই। এটা করা হলে স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।