মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করবে সরকার
- আপডেট সময় : ০৮:১৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করবে সরকার। এ লক্ষ্যে একনেক সভায় চার হাজার ১২২ কোটি ৯৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। ‘বীর নিবাস’ নামে এসব বাড়ি হবে জাতীয় পতাকার আদলে লাল-সবুজ রঙয়ের। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায় এ প্রকল্পসহ পাঁচ হাজার ৬১৯ কোটি ৪৬ লাখ টাকা খরচে ৬ প্রকল্প অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা বসে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় অংশ নেন।
বার্ষিক পরিকল্পনা সমন্বয়ের প্রসঙ্গ টেনে তিনি জানান, করোনার এই সংকটেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে দেশ। একনেক সভায় ৫ হাজার ৬শ ১৯ কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে মান বজায় রেখে উন্নয়ন প্রকল্পগুলো শেষ করার আবারো তাগিদ দেন প্রধানমন্ত্রী ।
পরে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান, পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী। তিনি বলেন, ২০২৩ সালের মধ্যে ৩০ হাজার মুক্তিযোদ্ধার আবাসনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বীর নিবাস নির্মাণ প্রকল্পে ১৬ জন কর্মকর্তার বিদেশ সফরের ব্যবস্থা রাখা আছে। সেখানে ব্যয়ের জন্য বরাদ্দ ৪৮ লাখ টাকা। এর যৌক্তিকতা তুলে ধরেন সচিব।
মঙ্গলবার অনুমোদিত ছয় প্রকল্পের মধ্যে তিনটি সংশোধিত এবং তিনটি নতুন প্রকল্প । অনুমোদন পাওয়া প্রকল্প বাস্তবায়নে সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করবে পাঁচ হাজার ৫১৯ কোটি ৮৭ লাখ, বিদেশ থেকে ঋণ নেবে ৫৭ কোটি ৫২ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪২ কোটি ৭ লাখ টাকা।