মুজিব শতবর্ষে বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্রে ফুটে উঠছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- আপডেট সময় : ০১:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
মুজিব শতবর্ষে বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্রে ফুটে উঠছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা দিবসের আগেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি পেয়েছে এটি । বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দার গ্রামে, ঐতিহাসিক এই আয়োজনের অংশ হতে পেরে খুশী কৃষকরা। আর ন্যাশনাল এগ্রিকেয়ারের অর্থায়নে শস্য চিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের এই উদ্যোগ,নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
ক্ষমতা নয়, কৃষক শ্রমিকসহ দরিদ্র জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠাই ছিল যার রাজনীতির মুল উদ্দেশ্য, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কৃষকদের প্রতি ছিল যার অগাধ ভালবাসা, জন্মশত বার্ষিকীতে প্রিয় সেই নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই বগুড়া জেলা শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে কৃষকদের এই চেষ্টা।
আয়োজকরা জানান, ফসল দিয়ে তৈরি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র এটি। যেখানে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবির আয়তন ১২ লাখ ৯২ হাজার বর্গফুট। শস্যচিত্রটির দৈর্ঘ্য চারশ’ মিটার এবং প্রস্থ তিনশ’ মিটার।
জমি বর্গা দেওয়ার ন্যায্য দাম এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর অংশ হতে পেরে খুশী কৃষকরা। ঐতিহাসিক এই শস্যচিত্র দেখতে বালেন্দা গ্রামে আসেন খাদ্যমন্ত্রী। জমির আইল দিয়ে ঘুরে দেখেন বেগুনী ও সবুজ ধানের প্রাকৃতিক শিল্প কর্ম। আয়োজকরা জানান তাদের উদ্দেশ্য। এরই মাঝে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিনিধিরা ঘুরে গেছেন বালেন্দা গ্রাম। চীনের ৭৫ বিঘার শস্যচিত্রের রেকর্ড ভেঙ্গে ১শ বিঘার উপর বঙ্গবন্ধুর এই প্রতিচ্ছবি, বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্রের স্বীকৃতি পাওয়া এখন শুধুমাত্র অল্প কিছু সময়ের অপেক্ষা।