ব্যারিস্টার মওদুদ আহমদে মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া
- আপডেট সময় : ০১:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ব্যারিস্টার মওদুদ আহমদে মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার দীর্ঘ দিনের সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বর্ষীয়ান এই নেতার ইন্তেকালে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। শোক বার্তায় তারা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উজ্জল এক নক্ষত্রের নাম ব্যারিষ্টার মওদুদ আহমদ। যার সফল পদচারণা ছিল আইন-আদালত ও লেখালেখি থেকে শুরু করে দীর্ঘ রাজনীতি, জাতীয় সংসদ ও সরকারে।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উজ্জল নক্ষত্রের নাম ব্যারিষ্টার মওদুদ আহমদ। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় ১৯৪০ সালের ২৪ মে জন্ম তার। পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমদ এবং মা বেগম আম্বিয়া খাতুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স শেষ করে লন্ডনে যান বার-অ্যাট-ল পড়তে। দেশে ফিরে হাইকোর্টে ওকালতির একপর্যায়ে আগরতলা ষড়যন্ত্র মামলায় পাকিস্তানী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে শামিল হন আইনি লড়াইয়ে। সান্নিধ্য লাভ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
পল্লীকবি জসীমউদ্দিনের জামাতা- ব্যারিস্টার মওদুদ– আগরতলা মামলায় বঙ্গবন্ধুর পক্ষে আইনী লড়াই করতে খ্যাতনামা ব্রিটিশ আইনজীবী স্যার টমাস উইলিয়ামস কিউসিকে বাংলাদেশে নিয়ে আসেন। ১৯৭১-এ ইয়াহিয়া খান আহূত গোলটেবিল বৈঠকেও ছিলেন বঙ্গবন্ধুর সহযোগী। মুক্তিযুদ্ধের সময় সংগঠকের ভূমিকা ছাড়াও ব্যারিস্টার মওদুদকে পোস্টমাস্টার জেনারেল নিয়োগ করে মুজিবনগর সরকার।
মুক্তিযুদ্ধের সূচনাকালে দায়িত্ব পালন করেন প্রবাসী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারে সংসদ সদস্য থেকে লাভ করেন উপ-প্রধানমন্ত্রীর পদ। ছিলেন বিএনপি প্রতিষ্ঠাতাদেরও অন্যতম।
জেনারেল এরশাদ তার সামরিক সরকারের গণতন্ত্রায়নেও সহযোগী করেন ব্যারিস্টার মওদুদকে। যার ধারাবাহিকতায় ১৯৮৮তে প্রধানমন্ত্রী এবং ১৯৮৯ তে উপ-রাষ্ট্রপতি হন মওদুদ আহমদ। সবশেষ ২০০১ সালে বিএনপি’র নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সবাইকে কাঁদিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে না ফেরার দেশে পাড়ি জামান বাংলার এই গুণী রাজনীতিক।