আলাদা সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় ১০ জন নিহত
- আপডেট সময় : ০১:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় নোয়াখালী এক পুলিশসদস্যসহ ময়মনসিংহ, বরগুনা, জয়পুরহাট, সাভার, গোপালগঞ্জ ও নড়াইলে ১০জন নিহত হয়েছে।
নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বেগমগঞ্জ থানার এসআই মিজানুর রহমান নিহত হয়েছে।এ দুর্ঘটনায় জাহিদ নামে আরো এক এসআই গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, মাইজদী বাজার থেকে মোটরসাইকেল যোগে বেগমগঞ্জ যাওয়ার পথে চুঙ্গার পোল এলকায় দ্রুত গামী কাভার্ড ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের ভালুকা ও তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঁঠালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরগুনার আমতলীতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসে থাকা দুই যাত্রী নিহত হন। মঙ্গলবার রাতে উপজেলার মহিষকাটায় এই দূর্ঘটনা হয়, এসময় আহত হন আরও ২জন।
জয়পুরহাট উপজেলার ভাদসা’র দিওর এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন ১ জন । নিহত ব্যক্তির নাম মীর আব্দুল ।
সাভারের আশুলিয়ায় পিকআপ, ট্রাক ও মিনিবাসের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। সকালে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় আরজ আলী নামে এক বাস শ্রমিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এদিকে, নড়াইল উপজেলার তুলারামপুর আশার আলো মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহম্মদ রওশন আলম খান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সকালে তুলারামপুর বাজার এলাকায় দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে তিনি মারা যান।