আশুলিয়ায় শ্রমিক কলোনীতে আগুনে পুড়ে গেছে অন্তত দেড় শতাধিক ঘর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আশুলিয়ার জামগড়ায় শ্রমিক কলোনীতে আগুন লেগে পুড়ে গেছে অন্তত দেড় শতাধিক ঘর। তবে এ ঘটনায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সকালে আশুলিয়ার জামগড়ার আব্বাসিয়া মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়রা সকালে ওই এলাকার একটি আধা-পাকা টিনশেড শ্রমিক কলোনীতে হঠাৎ ধোঁয়া দেখতে পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে আগুনের তীব্রতা বেড়ে আশপাশে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। শেষে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ ঘন্টা র চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে অন্তত ৪টি শ্রমিক কলোনীর অন্তত দেড় শতাধিক আধাপাকা ও টিনশেড কক্ষ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার ব্রিগেড।