প্যারেড গ্রাউন্ডে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু
- আপডেট সময় : ০৭:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
“মুজিব চিরন্তন” প্রতিপাদ্যে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হলো বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে দলমত নির্বিশেষে সব রাজনীতিককে সক্রিয় হতে হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অবিস্মরণীয় উত্তরণ আর কেউ রোধ করতে পারবে না।
‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দশ দিনব্যাপী অনুষ্ঠানমালা। বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর প্যারেড স্কয়ারে ‘ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়’ শীর্ষক থিমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতেই গানে গানে উঠে আসে বঙ্গবন্ধুর জীবন, আত্মত্যাগ আর দেশপ্রেম। প্রামান্যচিত্র আর
রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, সুখী সমৃদ্ধ দেশ গড়তে বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুকন্যার সরকার।
রাজনীতির গূনগত পরিবর্তন দরকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, রাজনীতিকে পেশা বানানো যাবে না।
এ অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী বলেন, দেশবিরোধী নানা ষড়যন্ত্র অব্যহত রয়েছে। ঐক্যবদ্ধভাবে সব অপতৎপরতা মোকাবিলা করে উন্নয়নের দিকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ।
ভিডিও বার্তায় এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশকে শুভেচ্ছা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্ট্রিন ট্রুডো, জাপানের প্রিমিয়ার ইয়োশিহিদ সুগা, বিশিষ্ট সাংবাদিক স্যার মার্ক টালি।