নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইরফান সেলিমের জামিন

- আপডেট সময় : ০১:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধরের ঘটনায় ইরফান সেলিমকে জামিন দিয়েছে হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশির উল্লাহ। তিনি জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। ইতোমধ্যেই বিচারিক আদালতে এ মামলায় চার্জশিট দেয়া হয়েছে। যেখানে হত্যাচেষ্টার ধারাটি সংযুক্ত করেনি পুলিশ। বাকি যেসব ধারা উল্লেখ করা হয়েছে, তার সবগুলোই জামিনযোগ্য। এ মামলায় কারাগারে আছেন ইরফান সেলিম। গত বছরের ২৬ অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ চার জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যাচেষ্টা’ মামলা করা হয়।