মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছে জাতিসংঘের তদন্তকারী দল
- আপডেট সময় : ০২:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছে জাতিসংঘের তদন্তকারী দল। সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটির সামরিক কর্মকর্তাদের নানা অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহ করছে জাতিসংঘের তদন্তকারী দল।
এছাড়া মিয়ানমারের নাগরিকদেরও সামরিক জান্তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ করতে দেশটির নাগরিকদের অনুরোধ করেছে জাতিসংঘের তদন্তকারী দল। তদন্তকারীদের প্রধান নিকোলাস কুমজিয়ান বলেন, সামরিক জান্তার ঊর্ধ্বন নেতারা সরাসরি জড়িত না থাকলেও তারা সহিংসতার নির্দেশ দিয়েছেন। এ সংশ্লিষ্ট প্রতিবেদন, নির্দেশনা এবং তাদের প্রণীত নীতিমালার প্রমাণ সুরক্ষিত বিভিন্ন মেসেজিং ও ইমেইল অ্যাপের মাধ্যমে পাঠানোর অনুরোধ করেছেন জাতিসংঘের তদন্তকারী দলের প্রধান। এদিকে, সামরিক জান্তার নিয়োগ করা বৌদ্ধ ভিক্ষুদের সংস্থা স্টেট সংঘ মহানায়ক কমিটি বিক্ষোভে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। বুধবার এক বিবৃতিতে তারা এই আহ্বান জানায়। এছাড়া নাগরিকদের ধরপাকড়ের নিন্দাও জানিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা।