গাইবান্ধায় পৃথিবীর র্দীঘতম আল্পনা
- আপডেট সময় : ০৫:৩৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরনীয় রাখতে গাইবান্ধায় ১০ কিলোমিটার সড়ক জুড়ে আলপনা। পৃথিবীর র্দীঘতম এই আলপনায় রং তুলির আঁচড়ে নিজেদের সবটা দিয়ে কাজটি শেষ করেছেন বারোশ শিক্ষার্থী।
দেখাবে গাইবান্ধা, দেখবে দেশ, রেকর্ড করবে বাংলাদেশ -এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ আলপনা আকার কার্যক্রম শুরু করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রত গাইবান্ধা জেলার শিক্ষাথীদের সংগঠন….. পুসাগ। করোনাকালে র্দীঘদিনের জড়তা কাটিয়ে সড়কে আলপনায় ব্যস্ত সময় পার করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে থেকে এই আলপনার কাজ শুরু হয়ে চলে শুক্রবার পযর্ন্ত। পুসাগের সাথে যুক্ত হয়ে কাজ সেরেছেন জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বারোশো শিক্ষার্থী। এতে অংশ গ্রহণ করেছে। বঙ্গবন্ধুর জন্মশতবাষিকীকে স্মরনীয় করে রাখতেই এই উদ্যোগ। নাম লেখাতে চান গিনেস বুকে নতুন রেকর্ডে।
পৃথিবীর দীর্ঘতম এই আলপনা জেলার গর্ব, এটি বলে মনে করেন এই এনজিও কর্মী। আলপনা এই অনুষ্ঠানে এক হাজার গোলন রং ও ২০ লক্ষ ৯২ হাজার টাকা ব্যয় হবে বলে জানান আয়োজকরা।