রিজভীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
বিএনপির নেতা রুহুল কবির রিজভী আহমেদ করোনা আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনা করে কুড়িগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে দাদামোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলের আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লবসহ আন্যরা।এ ছাড়া জুম্মার নামাজের পর তার রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে উপজেলা বিএনপির নেতাকর্মীর। রিজভী আহমেদ বর্তমানে হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।