বাগেরহাটের চিতলমারীতে কাটা খাল খনন করায় ধসে গেছে নালুয়া-ভোলা সড়ক
- আপডেট সময় : ০২:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
বাগেরহাটের চিতলমারীতে কাটা খাল খনন করায় ধসে গেছে নালুয়া-ভোলা সড়ক। খনন করা মাটি অপরিকল্পিতভাবে ফেলায় খাল ও সড়কের পাশে থাকা অর্ধশত পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। দ্রুত মাটি সরিয়ে নিতে ও সড়ক মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া-ভোলা সড়কের পাশে রয়েছে ৩০/৪০ ফুট চওড়া হক ক্যানেল বা কাটাখাল। পানি উন্নয়ন বোর্ড খালটি খননের ফলে সড়কের কয়েক’শ ফুট ধসে গেছে।
অনেক জায়গায় উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। খনন করা মাটিতে অনেকের ঘর ভেঙ্গে গেছে। কারও কারও ঘর মাটির নিচে চাপা পড়েছে। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে শতাধিক পরিবার।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
গুরুত্বপূর্ণ নালুয়া-ভোলা সড়কে যানবাহন ছাড়াও দৈনিক প্রায় দু’হাজার মানুষ যাতায়াত করে। দ্রুত সমস্যার সমাধান চান তারা।