জাপানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ভয়াবহ ভূমিকম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে।স্থানীয় সময় শনিবার বিকাল ৬টা ২৬ মিনিটে মিয়াগি প্রিফ্যাকচারে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
জাপানের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের ফলে ১ মিটার উচ্চতার সুনামি হতে পারে বলে সবাইকে উপকূল থেকে দূরে থাকতে বলা হয়েছে । এ ঘটনায় আতঙ্কে মানুষ ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসে।