স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অর্জন মুছে ফেলতে ষড়যন্ত্র হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অর্জন মুছে ফেলতে ষড়যন্ত্র হয়েছে। অবৈধভাবে যারা ক্ষমতার দখল নেয় তারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনায় দলের সভাপতি শেখ হাসিনা বলেন, স্বাধীনতা বিরোধীরা পরাজিত পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেই ৭৫’এ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুর জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের জানা উচিত।