মাস্ক পড়া নিশ্চিত করতে মহানগর ও জেলা পুলিশের প্রচার অভিযান শুরু
- আপডেট সময় : ০৫:০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
করোনায় সাধারণ মানুষের মাস্ক পড়া নিশ্চিত করতে মহানগর ও জেলা পুলিশের প্রচার অভিযান শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ‘মাস্ক পড়ুন সেবা নিন’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে শুরু হয় পুলিশের কর্মসূচি। স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন গণপরিবহণে স্টিকার লাগানো হয়।
এক সপ্তাহ ধরে হঠাৎই বাড়তে শুরু করেছে মহামারী করোনার সংক্রমণ। সাড়ে তিনমাস পরে রেকর্ড পরিমাণ রোগী সনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সচেতনামূলক কর্মসূচি শুরু করেছে মেট্রোপলিটন ও জেলা পুলিশ।
স্বাস্থ্যবিধি মানাতে আবারো মাঠে নেমেছে রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশ। মহানগরীর ১২টি থানায় একযোগে মাস্ক বিতরণ করা হয়েছে। সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আরএমপি কমিশনার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
করোনার সংক্রমণ রোধে মাস্ক পড়া এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
করোনার সংক্রমণ রোধে সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামেও। মহানগর পুলিশ নগরের ১৬ থানার সদস্যরা, পথচারী ও বাসের যাত্রীদের মাস্ক পরিয়ে দেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে সচেতন করতে মাইকিং করছে।
মাস্ক না পড়ে শহরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এছাড়াও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সচেতন করা হয়।
করোনা প্রতিরোধ এবং সচেতনতা তৈরিতে দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়েছে। সকালে জনসাধারণকে পরামর্শ দেয়া হয়। মাক্স বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।
মাস্ক পড়ার অভ্যাস ও করোনা মুক্ত বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম, মানিকগঞ্জের সাটুরিয়া, ময়মনসিংহ জেলা পুলিশ, নেত্রকোনায় মাস্ক বিতরণ করা হয়েছে। কুমিল্লায় দুপুরে মহাসড়কের পদুয়ার বাজারে সচেতনতা কার্যক্রম পরিচালনা করে পুলিশ।
রাজবাড়ী, সাতক্ষীরা, নাটোর, গোপালগঞ্জ, ঝালকাঠি, বেনাপোল ও যশোরে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাসব্যাপী মাস্ক বিতরণ ও প্রচারণা শুরু করেছে পুলিশ। সচেতনতা বাড়াতে নীলফামারীতে যানবাহনে স্টিকার লাগানো হয়।