ইভিএম ফলাফলের প্রিন্টেড কপি আদালতের জিম্মায় নেয়ার আবেদন ডা.শাহাদাৎ হোসেনের
- আপডেট সময় : ০৬:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে ইভিএম ফলাফলের প্রিন্টেড কপি আদালতের জিম্মায় নেয়ার আবেদন করেছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ডা.শাহাদাৎ হোসেন।
সকালে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খায়রুল আমীনের আদালতে আইনজীবীর মাধ্যমে এই আবেদন করেন তিনি। তার অভিযোগ নির্বাচনের ফলাফলে ৩০টির বেশি কেন্দ্রের শুন্য ভোট এবং অর্ধশতাধিক কেন্দ্রে বিএনপির প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা দেখানো হয়েছে ৫টির নিচে। এ ফলাফল জনগণ বিশ্বাস করেনি। এছাড়া ইভিএমে ভোট হলেও ইভিএম মেশিনের প্রিন্টেড কপি ফলাফলের সঙ্গে জমা না দিয়ে হাতে লেখা মনগড়া ভোটের হিসেব জমা দেয় প্রিজাইডিং অফিসাররা। এতে কোন কেন্দ্রে ৫ শতাংশ আবার কোন কেন্দ্রে ৯০ শতাংশ ভোটের হিসেব দেখানো হয়েছে। নির্বাচন কমিশনের কাছে ইভিএমের প্রিন্টেড কপি চেয়ে বার বার আবেদন করেও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে ন্যায় বিচার পেতে আদালতের স্মরণাপন্ন হয়েছেন বলে জানান বিএনপির প্রার্থী ও তার আইনজীবী।