চট্টগ্রাম নারায়ণগঞ্জ নাটোর ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
- আপডেট সময় : ০১:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নাটোর ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক, ইজিবাইক ও সিএনজি অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে খাগড়াছড়ি থেকে আসা ইটবোঝাই আরেকটি ট্রাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইক ও সিএনজি অটোরিক্সাকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই নিহত হয় সিএনজি অটোরিক্সার দুই যাত্রী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ট্রাক-কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই রেজাউল নামে একজন নিহত হয়েছে।
নাটোরের দীঘাপতিয়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সকালে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ওয়াই মোড় এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জে মোটরসাইকেল চাপায় সূর্য বানু নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সন্ধ্যায় সিরাজগঞ্জ-মুলবাড়ী আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।