কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মরদেহ পাওয়া গেছে
- আপডেট সময় : ১২:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মরদেহ পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২ শতাধিক রোহিঙ্গা। সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ও ত্রাণ সচিব মোহাম্মদ মহসীন এ তথ্য জানান। এদিকে ক্যাম্পে আগুন লাগার ঘটনায় কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।
ছবির এই মর্মান্তিক দৃশ্য মিয়ানমারের রাখাইনের নয়, এটি কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের।সোমবার বিকেলে এইট-ডাব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে সৃষ্ট অগ্নিকান্ডে পার্শ্ববর্তী ৯ ও ১০ নম্বর ক্যাম্প এলাকায় ছড়িয়ে পড়ে। যেখানে প্রায় ১০ হাজার ঘরবাড়ির স্থলে এখন শুধু ধুসর ছাই ছাড়া আর কিছুই নেই।
ঘটনার পর খোলা আকাশের নিচে অবস্থান করছে হাজারো রোহিঙ্গা পরিবার।
এদিকে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন।
অন্যদিকে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মোহম্মদ সামসু-দৌজা নয়ন।