নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে কাউকে কোন উস্কানি না দেয়ার আহবান : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে কাউকে কোন অস্থিরতা তৈরিতে উস্কানি না দেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে প্রধান মিত্র দেশ ছিলো ভারত, তাই বাংলাদেশ- ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ জানায়– কোন ব্যক্তি বিশেষকে নয়।
সকালে বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে একথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সাথে পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন বা অন্য কোনো বিষয়ের কোন যোগসূত্র নেই। সরকারকে পরাজিত করতে বিএনপি সংগঠিত হতে শুরু করেছে– বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশে শান্তিপূর্ণ আন্দোলনের পরিবর্তে অস্থিরতা তৈরি করার জন্য সহিংসতার পাঁয়তারা করলে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে সব অপচেষ্টা মোকাবেলা করবে।