করোনার চিকিৎসার জন্য ৩ হাজার নতুন শয্যা বাড়ানোর পরিকল্পনা সরকারের : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
নন কোভিড কিছু হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরের পাশাপাশি করোনা চিকিৎসায় আরো ৩ হাজার নতুন বেড বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে সাধারণ ছুটি ঘোষণা বা লকডাউনের বিষয়ে আপাতত কোন ধরনের সিদ্ধান্ত নেই। সকালে মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভাশেষে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, কঠোর স্বাস্থ্যবিধি মেনেই আগামী ২ এপ্রিল মেডিক্যাল ভর্তি পরীক্ষা নেয়া হবে।
দেশে নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ। একই সাথে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে সরকার।
এমন বাস্তবতায় বুধবার সকালে মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে করোনার এমন উদ্বোগ নিয়ে কথা বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, দেশে রোগি যে হারে সংক্রামিত হচ্ছে, তা নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের প্রস্তুতির কাজ কঠিন হয়ে পড়বে।
তবে সাধারণ ছুটি বা লকডাউনের বিষয়ে আপাতত কোন ধরনের সিদ্ধান্ত হয়নি বলেও জানান স্বান্থ্যমন্ত্রী।
এ সময় মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে সবাই একমত হয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২ এপ্রিল কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে ৫৫ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।