প্রক্রিয়াজাত করার প্রযুক্তি না থাকায় মধুর ন্যায্য দাম পাচ্ছে না মৌ-চাষীরা
- আপডেট সময় : ০৮:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
মাগুরায় প্রক্রিয়াজাত করার প্রযুক্তি না থাকায় মধুর ন্যায্য দাম পাচ্ছে না মৌ-চাষীরা। এ বছর জেলার প্রায় তিন হাজার লিচু বাগান থেকে মধু সংগ্রহ করেছে কমপক্ষে তিনশ’ মৌচাষী পরিবার। সরকারী সহযোগিতা পেলে মাগুরাকে মধু চাষের হাব হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মাগুরার হাজরাপুর, হাজিপুর, রাঘবদাইড়সহ বিভিন্ন ইউনিয়নে অন্তত তিন হাজার লিচু বাগানে প্রতিবছর মৌবক্স বসিয়ে মধু সংগ্রহ করে চাষীরা। ওই এলাকায় গড়ে উঠেছে ছোট-বড় শ’খানেক মধুর খামার। প্রতি মৌসুমে উৎপাদন হয় চার কোটি টাকার প্রায় দেড়শ’ টন মধু।
মৌমাছি বাড়লে ভালো পরাগায়নে লিচুর ফলনও বাড়ে।
কিন্তু, প্রক্রিয়াজাত করার যন্ত্রের অভাবে মধুর কাংখিত দাম পাচ্ছেনা চাষিরা। সে সুযোগ থাকলে আরও তিনগুন আয় করা সম্ভব বলে জানায়, এই মৌচাষী নেতা।
মাগুরাকে মধু চাষের হাব হিসেবে ঘোষণার আশা করেন জেলা প্রশাসক।
কৃষকের এই ন্যায্য দাবি পূরণ হলে জেলার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করে সংশ্লিষ্টরা।