অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার রপ্তানি সাময়িক বন্ধ করেছে ভারত
- আপডেট সময় : ০২:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সব ধরনের রপ্তানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
এই পদক্ষেপের কারণে আগামী এপ্রিল পর্যন্ত টিকার সরবরাহ প্রভাবিত হতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতে করোনার সংক্রমণ বাড়ছে। আগামী সপ্তাহগুলোয় টিকার চাহিদা বাড়বে এই আশংকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতীয় কর্মকর্তারা টিকা রপ্তানি বন্ধের এ পদক্ষেপকে ‘সাময়িক’ হিসেবে বর্ণনা করেছেন। এর ফলে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আমদানিকারক দেশগুলোর পাশাপাশি বৈশ্বিক কোভ্যাক্স উদ্যোগ প্রভাবিত হতে পারে। টিকার ন্যায্য বণ্টনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন ১৯০টির মতো দেশ রয়েছে। ভারতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ‘ডবল মিউট্যান্ট’ ধরণটি দুইবার রূপ পাল্টাতে সক্ষম। অধিক সংক্রামক এই ধরণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। শুধু মহারাষ্ট্রেই এ পর্যন্ত ২০৬ জনের দেহে নতুন এই ধরণ শনাক্ত হয়েছে।