ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বাকি মাত্র দুইদিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের বাকি মাত্র দুইদিন। আজ প্রথমদফার নির্বাচনী প্রচারের শেষদিন। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ভোট হবে আট দফায়। শনিবার প্রথমদফায় ভোট হবে ৩০ আসনে।
আজ পশ্চিমমেদেনীপুর, পশ্চিমপরগনা, ডায়মন্ড হারবারে চারটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার নীলবাড়ির লড়াইয়ে প্রথমদফার শেষ দিনের প্রচারে নামেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ক্রিকেটার এমপি গৌতম গম্ভীর ও সদ্য বিজেপিতে যোগ দেয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত প্রচার চলবে। শেষমহুর্তের প্রচারে ব্যস্ত সময় পাড় করছেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি।