সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় ৫ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ফরিদপুর, নেত্রকোনা, মাদারীপুর ও মেহেরপুরে এক পুলিশ সদস্যসহ ৫ জন নিহত হয়েছে।
ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার মাধবপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১৫ জন।
নেত্রকোনায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী মোহাম্মদ সাইফুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন।দুপুরে ময়মনসিংহ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাইফুল মারা যান।
মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আরো এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বুধবার রাত ৮টার দিকে কামালদি ব্রিজ এলাকায় একটি ট্রাক পেছন থেকে মোটর বাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, মেহেরপুরের গাংনীতেও মটরসাইকেল থেকে পড়ে ওমর আলী নামের এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে।