সারের কৃত্রিম সংকট ও শ্রমিকের মজুরি বাড়ায় বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জন হুমকির মুখে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সারের কৃত্রিম সংকট ও শ্রমিকের মজুরি বাড়ায় নাটোরে বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জন হুমকির মুখে পড়েছে। কৃষকের অভিযোগ, পর্যাপ্ত সার থাকলেও সংকট তৈরি করে বেশি দামে কিনতে বাধ্য করছে ডিলাররা। তবে, এমন কথা স্বীকার করতে নারাজ, কৃষি বিভাগ।
নাটোরে কৃষকের আয়ের বড় উৎস বিস্তীর্ণ চলনবিল ও হালতি বিলের ধান। কিন্তু, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবছর লক্ষ্যমাত্রা পূরন না হওয়ার আশংকা করছে তারা। তাদের অভিযোগ, বোরো মৌসুমের শুরুতেই সার সঙ্কটে পড়েন তারা। গতবারের তুলনায় এবছর সারের দাম প্রায় দ্বিগুন বলে জানায় চাষিরা।
তবে, সার সংকটের কথা অস্বীকার করে, কৃষি বিভাগ। গ্রামের ডিলাররা বেশি দামে সার কিনতে বাধ্য করেছে বলে ক্ষোভ জানায় কৃষক। এভাবে ধান আবাদ করে লাভবান হতে পারবেনা বলে আশংকা করছে তারা।