গোপালগঞ্জ ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাস ও মোটর সাইকেলের সংঘর্ষে শফিকুল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিজ বাড়ী থেকে মোটর সাইকেলে করে কর্মস্থল ঢাকা যাচ্ছিলেন তিনি।ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেলটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এদিকে জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল করে ৩জন জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বাগজানা এলাকায় রাস্তায় পরে থাকা পাথরের উপর চলন্ত বাইকের চাকা উঠে গেলে ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।নিহতের নাম উজ্জল।