বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই জাতি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছে : আ ক ম মোজাম্মেল হক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই জাতি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশ যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে তার ধারাবাহিকতা বজায় রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সকালে রাজধানীর তেজগাঁও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন- এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় বিরোধী দলগুলোকে ব্যক্তিস্বার্থে নয়, দেশের স্বার্থে কাজ করার আহবান জানান। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি লাভ করলেও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আরো অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।